আলোর পৃথিবীতে সূর্য একমাত্র পিতা
জন্মলগ্ন তার জানাই এমনই কথা
দিন দণ্ড সম্পূর্ণ আপন অধিকার
বেলা শেষে গরীবের ঘর অন্ধকার
দান করে সম্বল হ্যারিকেন তার
ক্ষুদ্র হয়েও বাঁচায় ক্ষুদ্রের সংসার
কখনো তুচ্ছ নয় মানব জীবনে
মাটিতেই আছে বেঁচে মাটিরই দানে।