খোকা খুকি জেগে ওঠো
সূর্য ওঠা দেখি
আমরা তোমার বন্ধু  সবাই
গাছের ডালে থাকি।


আমরা দেখি সূর্য ওঠা
আমরা দেখি ভোর
তোমরা কেন ভোরাই শুনেও
থাকো ঘুমিয়ে বিভোর!


চাষী জেলে কামার কুমোর
জেগেছে কোন ভোরে
তোমরা শুধু ঘুমিয়ে কাদা
খিল দেওয়া দোরে।


ভোরের আলো ছুঁয়ে  জাগো
ভোরের  ফুলের মতো
দেখ আকাশ দেখ সুনীল
দেখ তরুলতা যতো।


জাগতে শেখো পুবকে দেখে
উঠে সোজা হও
তোমরা তো সব তারার সেনা
মোটেই  ভিতু নও!


ঘুমিয়ো না তোমরা ছোট কচি
তোমরা জাতির মুখ
আশায় আছে দেশের মানুষ
আগামী তোমাতে উন্মুখ।