যেদিন সমস্ত দূরের পথ ফেলে ফিরে আসবে দ্বাদশীর জ্যোৎস্নায় /যেদিন সভ্য অসভ্যের দ্বন্দ্বে নিজের কাছে নিজে শিক্ষা নেবে /যেদিন রক্তপাত নিজস্ব বিপ্লবে চেনাতে শেখাবে গুপ্ত ঘাতকে /যেদিন পরাজয়ের কাছে হাঁটু গেড়ে বসে জানবে সত্যের মহিমা /যেদিন পরীর জগন্নাথের পতাকার মতো ভক্তির ডালি নিয়ে দাঁড়াবে /যেদিন নিঃসংকোচে গন্ধরাজ ফুলের সুগন্ধ ঝড়ে পড়বে রাতের শিশিরের মতো /যেদিন পিছুটান কেটে শুধু দ্যাখা যাবে মধ্য রাতের জ্যোৎস্নার বাহার /যেদিন শূন্যত্ত্বায় ফিরে পাবে নিজের শূন্যত্ত্বাকে নিরাকার বিচারে/দেখৈ নেবে বুনো শেয়াল নদীর ওপারে /যেদিন বিশ্বাস বলি না হয়ে সাজাবে সৃষ্টির উপকরণ /যেদিন আর এক নীরবতার মধ্যে জেগে উঠে দাঁড়াবে নিজের সামনে/ সেই মুহূর্তে মনে পড়বে /তুমি কত কিছু হারিয়েছো ---