ঝড়ে বাসা
ভেঙ্গে গেছে
নীড় হারা
পাখি সব
ভাঙ্গা বুকে
সারাদিন
করে ওরা
কলরব।
জলে ডুবে
আছে গ্রাম
ঘর হারা
লোক-জন
ভেসে গেছে
বই খাতা
ভাঙ্গা মনে
ভাই-বোন।
শোনো শোনো
মেঘ শোনো
শোনো বৃষ্টি
শোনো ঝড়
মন দিয়ে
দেখো দেখি
কোন রোষে
ভাঙ্গো ঘর।
ওই দেখো
ছাগ শিশু
ভেসে যায়
নদী জলে
সব হারা
চাষী ভাই
ঝাঁপ দিয়ে
কোলে তোলে।
তার আর
পর নাই
আছে শুধু
চোখে জল
মাটি ছাড়া
করো নাকো
গ্রাম চাষী
বৃক্ষ ফল।