হাওয়া ঝড় হয় সে খবর কেউ রাখে না   তুমি রাখো ঝড়ের খবর    আমি দেখি সামনে সংগ্রামে কালো কাক শাদা বক       যত দেখি তত তোমার প্রতি আমার ভালো বাসা আরও গভীর হয়      স্পষ্ট বুঝি আমার ইচ্ছে গুলো তোমার শরীরে হূলের মতন ফুটে আছে         তবুও তুমি ঝড়ের খবরে নিজেকে একান্তে রাখো          তোমার শুভ্র উত্তরীয় তোমার অন্ধকার চুল  ঝড়ের সঙ্গী   আমার ভয় হয়     ঝড়ে ছেঁড়া মেঘ আমাকে সীমান্তের পারে নিয়ে যায়  দেখি প্রায় শুয়ে পড়া তাল গাছের বুকে বসে   দুটো বাবুই পাখি আমার দিকে তাকায়।