সময় একটু জোরেই ছোটে
আমি ছুটি নিজের অভ্যাসে
এই বিশ্বাস এই আত্মপ্রত্যয়
আমার বোকামির তকমায় মিশে


প্রতিযোগিতার গল্পে কচ্ছপ বিজয়ী
খরগোশ ঘুমিয়ে হেরেছে সেদিন
পৃথিবী ঘুরে ঘুরে জেনেছে
অতিবিশ্বাস সম‍্যক্ সমরেও উদাসীন


অপেক্ষার পিছনদাঁড়ে  শুয়ে মৃতদেহ
আঙ্গুলে আঙ্গুলে রক্তিম বাছাবাছি
ভাঙ্গা শিরদাঁড়া  তোবড়ানো গাল
আপন্ন সংসার ছুঁয়ে বাঁচি


দুঃখ ভিতরে ঘুরপাক খায়
মুহূর্ত পোড়ে দুচোখের জ্বরে
মাটির মানুষ প্রসঙ্গ ঘুরিয়ে
সত‍্য সামনে তুলে ধরে।


       -------:-------