শিউলির গন্ধে ভরা শরৎ আকাশে
কোদাল কাটা শাদা মেঘ খুশিতে ভাসে
আগমনী সুর শুনি ভাসে আকাশে বাতাসে
শুভ্র  কাশফুল নদীতীরে, যেন স্বর্গ নেমে আসে      
অধীর অপেক্ষা নিয়ে আমারা থাকি যে রে ভাই
পুজোর চারটে দিন একসাথে মিলবে যে সবাই
বিদেশ বিভূয়ে থাকি যে যার মতো কোনো খানে
দুর্গো পুজোয় বাড়ি আসি মা-মাটি-মানুষের টানে
জীবনে শোক-তাপ-দুঃখ-কষ্ট আছে বিড়ম্বনা
তবু চিরায়ত এই প্রথা কখনই ভুলে যাব না
মানুষের সঙ্গে মিশে মানুষই হ'ব
পুজো এলে হিংসা ভুলে শুধুই আনন্দ বিলাবো ।