( তাপস পাল স্মরণে)


তোমার কথা কেউ শোনেনি
মনে রেখেছে আমৃত্যু
মিলিয়েছে মলিন হাসি
শব্দ ভান্ডারের বিদীর্ণ দরজায়
তুমি হাত ধরেছো
                           বিশ্বাসে
                                       ভরসায়    
                                                    অলীক আশায় মধুভান্ডে তুমি অসহায় পিপীলিকা
কেউ ধরেনি তোমার হাত
ধুলোর  'পরে ছিলে
অনন্তকালের পথে  
শুনেছো  শিয়ালের ডাক
শুকনো বাঁশের ডগায় বসে থাকা প্যাঁচার মতন
এক পায়ে দাঁড়িয়ে থাকা বক
কোনদিনই জানবেনা ঢেউয়ের  মহিমা
তবু অদৃশ্য আনাগোনা মাটি ছুঁয়ে আছে শিকড়ের সীমা