বিচূর্ণ ঘর  ভেসে গেছে চাল
ভেঙেছে বাঁশের খুঁটি
আমফানে বাড়ি বাড়ি নেই শুধু
কাদা আর মাটি
বন্ধু জেনেছি তোমাকে আমরা বলেছি
মনের গোপন কথা
জানি আছো তুমি থাকবে সঙ্গে
বুঝবে হৃদয় ব্যথা
চিনেছি তোমাকে অনেকের ভিড়ে মুখ
অচেনা নয়তো আর
চাষা ভূষো মানুষের মতো  ছুঁয়ে
আছ ভূমি আপনার
আকাশ লালে লাল মুঠো হাত
আগুন লেগেছে বাতাসে
মৃত মানুষের পাশে এখনও অনেকে
বেঁচে নিজেরই বিশ্বাসে
পথে  নেমেছে মুখ দেখেনি রাস্তা
বেঁকে গেছে খাদে
কাল ছিল ধর্মগুরু আজ বৈষ্ণব
মুহূর্তে বদলাবে জল্লাদে
সরকার বিশ্বাস কর গুপ্ত হক
পাত্র বল জানা
পদবী ছাড়েনি শহর গ্রাম বস্তি
তবুও অচেনা ঠিকানা।