সর্ষে তেলে ভেজাল শেয়াল কাঁটা
কাগজের হেডলাইনে চোখ বুলোতে
গিন্নীর চোখে ঠেকলো সেটা
ভাঙেনি জমাট ঘুম ওঠেনি বিছানা
থেকে তখনও শেয়ালদা
এমন সময় গিন্নী বলে ওঠো ওঠো
পানুর বাবা দেখ খবরের কাগজের কী সব কারবার কাগজ দেখে দাদার আমার পড়ল মাথায় বাজ
বাসি মুখে ভাবছে বসে এ সময়ে কী করা তার কাজ
প্রতিবাদে নামবে দাদা করবে আন্দোলন
অনেক ভেবে স্থির করেছে তার জনগণ
অবরোধ করবে যানবাহন
তাই সাতসকালে বাগবাজারে
মামার কাছে খবর দিয়ে ফিরে
হাতি বাগানের হাতিদাকে ধরলো শেয়াল ঘিরে
খবর শুনে বললো দাদা:
মিছে এসব ছোটাছুটি বৃথা পরিশ্রম
তোমার আমার কলঙ্ক
না না না এতো মুদ্রাকরের ভ্রম
মুচকি হেসে বললো শেয়াল সত্যি তো
সাধারণের সঙ্গে আমাদের অনেক কিছু বাটা
শেয়াল কাঁটা নয়
সর্ষে তেলে ভেজাল কুকুর কাঁটা।