শাপলা ফুলের গোড়ায় আছে শালুক নামক গুপ্তধন
অন্নাভাবে গাঁয়ের মানুষ শালুক খেয়ে কাটায় জীবন


সাধক লালন কবি ছিলেন মানুষ তাঁকে ফকির মানে
তাঁর গানই দোঁহা নামে জগৎ খ্যাত মানুষ জানে


শালিক চড়ুই ঘুঘু ডাহুক বেনে বউ আর মাছরাঙা গ্রামের শোভা শ্যামল সবুজ বন-বাদাড় আর জল ডাঙা


যতই ঘোরো বিশ্ব ভূবন চিন জাপান আর আমেরিকা তুলসী তলায় মায়ের প্রদীপ তাঁর আঁচল বিনা জীবন ফাঁকা


লালন ফকির বলে ছিলেন এ দুনিয়াই তোর সবাই আপন
মিছে কেন কষ্ট করিস দুঃখে রাখিস আপন মন


নয়ন মেলে দেখিস যদি অন্ধকারে নিজের ঘর
কেমন করে দেখবি তবে বাড়ির কাছে আরশি নগর।