পুবের সূর্য  ভোরে হয় রোজ  লাল
পাখিদের ঠোঁটে আসে রক্তিম নতুন সকাল।


শরৎ মেঘের ভেলায় দোলে রূপোলী রোদ্দুর
আকাশ জুড়ে ভেসে বেড়ায় আগমনী সুর।


ময়না শালিক চড়ুই ফিঙে সক্কলে ব্যাকুল
জুঁই চামেলী  বেল পদ্ম আনন্দে মশগুল।


সাদা সাদা কাশফুল দোলে নদী তীরে
খুশিতে হারায় মন ; তৃপ্তি নয়ন জুড়ে।


আশ্বিনের মেঘ -রোদ- আকাশে পুজোর আনন্দ
পথ ঘাট পাড়াময় পুজো পুজো গন্ধ।


ঠাকুর  গড়ার কাজ চলছে,ব্যস্ত কুমোরপাড়া
জানিয়ে দিও পুজোয় গ্রামে আসছো কারাকারা।


একসাথে মিলবো পুজোয় দূর ও কাছের জন
তুমিও এসো আমার গ্রামে দিলাম নিমন্ত্রণ।