দিন ফুরোলে রুপোর রং হয় ফিকে
চুনি রঙে সকাল ফিরে আসে
এই সব টুকরো কথা ঠোঁটে নিয়ে বারো মাস
বছরের কোলে মাথা রাখে।ঘুমোয় মাটির বিছানায়।


আমার বুকে বছর শুয়ে
মাস জেগে ওঠার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে
দিনদিন টুকরো করে দেয় সময়ের দণ্ড।


পাতা জলো টানে
রঙ এখনও আঁকড়ে আছে ফুল
উদয়াস্তে মিশে
পাখিরা সুর-তাল-ছন্দে গাছেদের মতই
বছরের প্রথমে বা শেষে।


স্মৃতির শরীর
নিজেকে ছাড়া কাউকে কিছু বলার নেই।


দিন ফুরোনোর আগে সবুজ জামা পরাও


মানুষটাকে দেখে যেতে দাও নতুন বছর।