জল কাটতে কাটতে নৌকা এগিয়ে যায় /কেউ বলে আসে কেউ বলে না না ও তো যায় /নৌকা জানে তার যাওয়া নাকি আসা /জীবনে না মরনে তার এই জলে ভাসা /আমারও পুরোটা তেমনি সাঁতার শরীর /কখনো ভাসা কখনো ডুব কখনো কাছে টানা তীর /অজানা গভীরে যারা দ্যাখে শুধু খাদ /প্রতিদিন সৃষ্টি হয় ধ্বনি বর্ণ শব্দ থেকে ওদের তফাৎ /রাত কাটে দিন আসে পৃথিবী ঘোরে /তবু উষ্ণ শোণিত হীম হয় মানব শরীরে /এ-টুকুই সাফ কথা বাকি সবই ভুল /পাল তুলে দাঁড় নিয়ে নৌকা দ্যাখে ঝাপসা দু-কূল।