ভোর হয়েছে বন্ধু সবাই জাগো
জেগে ওঠো সবাই
ভোরের আলোয় ফুল জাগছে দ্যাখো
আর অন্ধকার নাই


এই দ্যাখোনা আমরা যারা পাখি
গাছের ডালে থাকি
গান শুনিয়ে ঘুম ভাঙিয়ে রবির
ঠোঁটে দিন রাখি


লাঙল কাঁধে গরুর পিছু পিছু
আলের পথে চাষী
শহর মুখো ভোরের ট্রেন গুলো
যায় বাজিয়ে বাঁশি


কামার কুমোর জেলে কুলি মজুর
লেগে গেছে কাজে
তোমরা কেন ঘুমিয়ে আছো বলো
জাগো ফুলের সাজে


নদীর মতো সময় বয়ে যায়
সেতো ফিরে আসেনা
ঘুমিয়ে যদি দিন কাবার করো
সুযোগ জাগার পাবেনা।