ধৈর্যই  হারিয়ে গেছে চাপে
দোষারোপ কাকে করি বলো


দিনে-রাতে নীল স্বপ্ন বুনে
আশাগুলো পুড়ে খাক্ হলো


নিদ্রাহীন ক্লান্ত চোখে ভোর
সন্ধি পত্রে গেঁথে ছিল মালা


পৃথিবীর জল আর স্থল
পূর্ণ ছিল বিশ্বাসের  ডালা


পুরোনো সে কথা আজ সব
নুয়ে গেছে লতিকার মতো


বন্ধু আর ভাল্লুকের গল্প
শুনেই  মন ক্ষত বিক্ষত


পাখিদের ভাষা যদি বোঝো
আকাশের ডাক তুমি পাবে


সেই দিন তুমিই  নিজেকে
জীবন-মৃত‍্যু -সত্য চেনাবে।