পৃথিবী তোমার ঘুরে দাঁড়ানোর দিন
দুর্বার প্রতাপ আলুথালু কালোর বাঁধন ছিঁড়ে বাঁচা আশার আনন্দে হাতিয়ার গড়ো উন্মুক্ত ভালোবাসার অনিমেষ হয়ে উঠুক হাজার হাত
এই নিশ্চয়তা আকাঙ্ক্ষার অস্থিরতা নিয়ে
হোক সব পরিচয় অপেক্ষাতুর পথে ওরা কারা?
ভিক্ষার হাত পেতে দাঁড়িয়ে ঘরে ঘরে রাস্তায় হীনমনে ঘুমের প্রান্ত ছুঁয়ে
সারি সারি মানুষ মৃত
শূন্য বুক শুকনো গলা তবু "আমাদের এই তীর্থে আজ উৎসব।"
আমার জন্মভূমির এ কোন সময়!
তারার আলোয় ভরা রাত দেখেনা চোখের তারা শ্মশানের কাঠের মতন মন নিয়ে শুয়ে সমাধির নিচে ডানা ভাঙা ফড়িং
বিবর্তনে ফিরে আসে দুঃখী দুঃখী গন্ধ
রাতচরা পাখিটা চোখে ঘুম নিয়ে দেখে মানুষের
বিচিত্র ভালোবাসার অপমৃত্যু গৃহস্থের দরজায়।