শাদা পায়রা ওড়াচ্ছে পিসিমা


একটা পাথরের চোখ সম্বল করে
চিতায় উঠলো পিসেমশায়
বহু দিন ছিল আশায় আশায়


এখন আগুন জ্বলছে চিতার
হাসছে একাদশীর চাঁদ
জ্যোৎস্না থমকে আছে গাছে


বিদুর মা ভোর না হতেই ঘাঁটছে ছাই
খুঁজছে পাথরের চোখ মৎস মুখের দিন
পিসিমার হাতে চিংড়ির মালাই কারি


পাথর চাপা কপাল পিসিমার


রক্ত দাগের ওপর
পায়ের ছাপ নেই মাটিতে


শাদা পায়রা ওড়াচ্ছে পিসিমা


বিদুর মা'র মোটা থান


আপনারা শেষ কথা বলবেন


কেন সামনে আর পিছনে এতো ব্যবধান।