অস্থি কায়া হীন আমি অতি সাধারণ
ক্ষুদ্র তবু কিছু বলি আত্ম বিবরণ
নর দেব পশু পাখি তৃণ বনস্পতি
সকলের আমি ছাড়া নেই কোন গতি
বুক দরাজ হয় শুনে কবির ভাষা
আমিই নাকি ধরিত্রীর আশা ভরসা
সততাই ধর্ম মোর বলি সর্ব সদা
সাহিত্য পরিচয়ে আমিই প্রিয়ংবদা
রুক্ষ মুর্তি ধরি বটে আমি মাঝে মাঝে
প্রকৃতির দায়ে সাজি  বীরাঙ্গনা সাজে
প্রান সঞ্চার হয় আনলে বারি ধারা
মমতা বশত তাই ডাকে দিই সাড়া
দুঃখ শুধু প্রানে ভেবে বিধির বিধান
ভূ-মাঝে শুধু মোরে করেনি রূপ দান।