শূন্য পথ, নিথর রাস্তা, নিশ্চুপ আকাশ
হারানো পথিকের ছায়া, শব্দহীন চারপাশ


কোদাল কাটা মেঘের মতন পরপর
অদূরে হাঁ করে মৃত্যু গেলে  করোনার  জ্বর


কবিতা হারিয়ে যাওয়া জীবন অসমাপ্ত গদ্যে
ছাই হয়ে হালকা হয় আগুনের মধ্যে


কেঁপে ওঠে মাটি শৃঙ্খলার  তুমুল গভীরে
দৃষ্টি হারিয়ে যায় ঝাপসা মানুষের ভিড়ে


তারপর সহজ হয়ে পৃথিবী শান্ত হলে
নিজেকে হারাতে দেয়না বন্ধনীতে মুখোশের আড়ালে


পুব থেকে পশ্চিমে আসে আর যায়
প্রতিটি ক্ষতের মুখে ঢেলে দিয়ে ছাই


অটুট  বিশ্বাস সম্পদে বিপদে আমরা  তা  জানি
স্বাধীন আমরা আমাদের দেশ ভিটে গ্রাম রাজধানী


এনে দেয় নতুন কবিতা ভাঙ্গে সব বেড়াজাল
শিমুল তুলোর মতো অতিবর্তমান চকিত সকাল---