আমার সমস্ত শরীর ছুঁয়ে রক্ত স্রোত
আমার ধমনী খোঁজে পূর্ণতা
অক্ষরে অক্ষরে ভাঁজে ভাঁজে


আমার স্বপ্ন রাতদুপুর
ভোরের শালিক আমার  উঠোন
মিছরির দানা ছড়ানো বৈশাখের বিকেল
উল্লাস আমার আত্মজর শরীর জুড়ে
বাংলা বর্ণমালা কোকিলের স্বর
বাংলার কানন
বাংলা ভাষা আমার আকাশ আমার সূর্য আমার চাঁদ আমার সবুজ ধানের ক্ষেত
শীতের রাতে খড় বিছানো শয‍্যা
আমার চলার পথ পাকা ধানের গন্ধ।
বাংলা বর্ণমালা আমার দু'শো ছ' খানা হাড়
সোজা শিরদাঁড়া
বরকত সালাম রফি আমার ভাই
বাংলা নজরুলের বাংলা রবীন্দ্রনাথের
বাংলা বিদ্যাসাগরের বাংলা প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুর


একুশে ফেব্রুয়ারি বাংলা বর্ণমালার দিন
একুশে ফেব্রুয়ারি আলো ঠিকরে পড়ার দিন
একুশ  আমার কথা তোমার কথা
পৃথিবীর মানুষের কথা
একুশ মায়ের মুখ
একুশ মায়ের কোল
একুশ আমার মা
একুশ আমাদের বিশ্বাস
একুশ পুকুরে ডুব সাঁতার
একুশ গেঁড়ি তুলে আনা পাতিহাঁস
একুশ আশৈশব
একুশ আমার  নিঃশ্বাস
একুশ একান্ন পীঠ
স্বর ও ব্যঞ্জনবর্ণ
আমার মা আমার বাংলা বর্ণমালা
একুশ
পৃথিবী তোমার ঘর,তুমি অমর---