গভীর জলে ছিল যারা
তাদের মতো তুমি নও একেবারে
তবুও বাচবিচার না করে ওরা
গরম নিঃশ্বাস ফ্যালে তোমার ঘাড়ে


তখন ঘর ছিল আলোহীন অন্ধকার জটিল
তুমিও ছিলে না থাকার মতন
পিছনে  ছিল হাত  ছিল দৃষ্টি  
পৃথিবীর মতো ঘুরছিল বনবন


তুমি উঠে  দাঁড়ানোর আগে শুয়ে ছিলে
মাটির দিকে মুখ করে
বেলা গড়িয়ে বিকেল তবু জাগেনি শালিক কাক,
পেঁচা শুধু শেষ ডাক ডেকেছিল ভোরে ---