পঞ্চাশ বছরে আজ আমার প্রথম ইস্কুলের দিন
আজ আমার মন বৈরাগ্যে রঙিন
বছরের পর বছর হাঁটছি
আজও দেখছি ঘুট ঘুটে অন্ধকার    
যে দিন পা রেখেছি ফল্গুর বালিতে
মনে পড়েছে বার বার দীর্ঘ পথ হেঁটে আসা
বার বার শুনেছি নিশ্চিত জয়ের ভরসা
আজ জেনেছি মিছিলে হাঁটা যায় না
দ্যাখা যায় স্রোতের অনুকূলে সহস্র ঢেউ
ভাবি ডুব সাঁতার না শেখা অসামুদ্রিক জীব
কেমন করে অতল ছোঁয়
কেমন করে সব হারিয়ে ভাসে
আছাড় খাওয়া ঢেউ।