আলো করে ছিল একদিন বাঙালির ঘর
বিদ্যার সাগর তিনি দয়ারও সাগর


ঘরে ঘরে মা-বোন যেন শিক্ষা পায়
বাংলায় লেখেন তাই বর্ণ পরিচয়


পরাধীন ভারতে এই সিংহ পুরুষ
গোরাদের বুঝিয়ে ছিল আমরাও মানুষ


নারী শিক্ষা বিধবা বিবাহ তাঁরই ভাবনা
ভূমিতে ইন্দিরা মমতা মঙ্গলে কল্পনা


জীবন জুড়ে খ্যাতি আর খ্যাতি  যাঁর
হিমালয় সমান হয়েও ছিলনা অহংকার


নারী কুল জেগে ওঠো সাজাও ঘর
বীণাপাণির সঙ্গে পুজো পাক ঈশ্বর


মৃৎ শিল্পী ভাই শোনো কথা এ অধমের
একাসনে মূর্তি বানাও সরস্বতী-ঈশ্বরের।