সব তথ্য গিলে নেয় পেট
থরে থরে সাজায় জীবন রসায়ন
ঢুকছে যারা ভিতরে তোমারই মতন
অদ্ভুত দাঁড়িয়ে তবু ঘোরে বনবন।


শব্দ কাঁধে ছুটে আসা ধ্বণি
গ্রাম থেকে গ্রাম দৃষ্টি  ধূসর
ভাবে তুমি ধ্রুবতারা আকাশ কাঞ্চন
অজানা শক্তি সুপ্ত তোমার ভিতর।


ঘুরপাকে অসত্য সত্যে প্রকাশ
প্রজ্ঞা হয় বিবেচিত চাণক্য সমান
প্রতিপক্ষ পদেপদে বিমূর্ত জাগরূক
মানুষ অভুক্ত রেখে ঈশ্বর খাওয়ান।


খুনের আসামি আদালতে চেনা খোদাবক্স
পালঙ্কে ঘুমিয়ে আছেন ভিখারী  সেন
গ্রাম-শহরের জ্ঞান ভারী মানুষ
জাতপাতের হাদীসের পাতা  ওলটাচ্ছেন।


অন্নের খোঁজে ঘোরে নিরন্ন মানুষ
ক্ষুধার্ত, কেউ হিন্দু কেউ মুসলমান
বিশ্বাসে যত মিথ্যে গিলে খাক    
পেটে খিদে দুজনার ভয়ঙ্কর সমান।


         ------:------