আকাশ যখন রাগ করে
রক্তচক্ষু ওঠে জ্বলে
রাগ করলে মেঘেরা সব
নিজরাই  অন্ধকার নেয় গুলে।


মাটি যখন রাগ করে
কেঁপে ওঠে ;হয় চৌচির
রাগ করলে শান্ত বাতাস
থাকে না আর চুপটি, স্থির।


কাক শালিকে রাগ করলে
ঝগড়া করে  ফাটায় গলা
বনের পশু রাগ করলে
বড়ই কঠিন দৃশ্য বলা।


জলের  রাগে নদীর ভাঙ্গন
তুফান ওঠে সাগরময়
নিজের উপর রাগ করলে
ঘটে নিজের বিপর্যয়।


খোকা-খুকি রাগ করলে
হাতের জিনিস  ফেলে  ছুঁড়ে
রাগ করলে বড়রা সব
ভুলের সংখ্যা  যায় বেড়ে।


সবুজ চাদর ভারতমাতার
বাংলায়  লেখা  রাগে মানা
মিলেমিশে থাকলে সবাই
আমার দেশে ফলবে সোনা।