ছোট ছোট আশা আর বিন্দু বিন্দু নীর /বাঁচিয়ে রেখেছে এ জলজ শরীর /তোমারই আবর্তে ধন্য সবুজ ফসল /শিশিরের ভেজা ঘাস মাটি তরুণের দল /বৃষ্টি স্নাত শরীরে পাখি ফিরে যায় নীড়ে/অজানাকে জানা হ'ল ছিল যা গভীরে /মিথ্যা চারে ধৃত রাষ্ট্রএ জানি অন্ধ তার রাজা /ঝাঁপে বন্ধ মেট্রো রেল অটো অলাদের মজা /ন্যায় অন্যায় কজন বোঝে কে কার ধার ধারে /সবই ঘসে মেজে সামনে আনা যাতে নজর কারে /বুঝতে বুঝতে অর্ধেক আর দেখতে দেখতে বাকি /সব আলো এক সাথে গুম সম্বল শুধুই জোনাকি।