ভালো আছি'র সর্বাঙ্গ আজকাল বড্ড ফিকে
কথার পিঠে কথা বসায় আর ছড়ায় চারদিকে


কানও  দস্তুর মতো অভ্যেস কোরে তৈরি আছে
আস্তে কিংবা জোরে  সহজে নেয় না কুহকের কাছে


আস্থা শুধু বাতাসে।পথিক নিজ  বাঁধা গানে
সৌজন্য রাখে। তবুও ধুলো পড়া দ‍্যাখে একমনে


দিন দুপুর মিথ্যে শব্দের সঙ্গে এক ঘরে
রাত কাটায়। ভালো'র শরীর মন গুমড়ে মরে


এসব দেখতে দেখতে চোখের আর দোষ কোথায় যতটুকু রোদ উঁকি দেয় মুহূর্ত ততটুকুই পায়


রাতের তারারা মাথা দ‍্যাখে বেশি সূর্যের চেয়ে
সিঁড়িভাঙ্গা অঙ্কে সহজে চার হয়না দুয়ে দুয়ে


ইচ্ছে  সাঁতার দেয় ভালো  আছি'র অন্ধকার ঘরে
রাতকানা রোগ ছড়ায় জাদুকর মানুষের শরীরে।