সবার  সব রং মানায় না ।


তুমি পোশাক খুলে ফ‍্যালো
স্বামীজীর রঙে হাত দিওনা।


তুমি  বর্বর---


তুমি পোশাক খুলে দাও
সকলে দেখুক উলঙ্গ তুমি।
" হাথরস" তাদের রাজা কে চিনে নিক।


সবার সব কথা সহ্য হয় না।


চুপ -------


ভারতবর্ষ জেনেছে আজ  
তুমি হীরকের রাজ ।


গর্জে ওঠো সবাই
গর্জে  ওঠো
স্বাধীনতা চাই


চলো পথে নামি
তুমি ও আমি।


শোনো হীরকের রাজা :
পোশাক  খুলে সম্মুখে দাঁড়াও
সবাই দেখুক রাজা উলঙ্গ
রাজা নিঃসঙ্গ---


দ‍্যাখো_____  দেখা যায় যদ্দুর---
তোমার স্পর্ধা আকাশ ছুঁয়েছে
তোমাকে  রাস্তা  ছাড়তেই হবে
তুমি আজ উলঙ্গ।


ভুলে যেয়ো না  সময় থমকে নেই
গ্রামে গ্রামে  তারপর শীত
মাঠে মাঠে ধান কাটা।


শীতভেজা পাখির পালকের ভিতর
বাঁচে যতোটুকু ওম
মনের গভীরে আমাদের বিশ্বাস
তার চেয়ে নয় এতোটুকু কম।