সবার থেকে স্পষ্ট বেশি
এবং দূরে যাচ্ছে দেখা
বর্ষা শীতে আর্ত পাখির
দুঃখী  জীবন  পালক ঢাকা


অন্তহীন বিস্ময় একা থমকানো
চোখের জলে প্লাবনের সম্ভাবনা
কতটুকু মূল্য দিলে নবজাতকের
রাত আর ভোর হয়না ?


হাহাকারে সোচ্চার শিল্প চুরমার
ভ্রষ্ট নীতির রাজার ইচ্ছেগুলো
সন্ধ‍্যাতারার গুমনামী আলো বামে
রেখে পথিক রাস্তাতেই শুলো।


গ্রহণের পর চাঁদ ফুলেফেঁপে
একাকার বিবর্তনের পথে ভাসে
আর গন্ধ আসে সফলতার
সিঁড়ি  ছুঁয়ে আছে আকাশে


মাঠের সবুজ মাঠের আলিঙ্গন
পায়সান্ন তুলে দেয় মুখে
পোকায় কাটে কুঁড়ির সংসার
ফুটো হয় সূর্যের বুকে।