শূন্যতাকে দূরে ঠেলে মিছিলের সাদাকালো মাথা
সমষ্টি বাঁচাতে দেখি ব‍্যষ্টি জাগে   করে না অন‍্যথা


অনাহার,ব‍্যাধি,মহামারি সব কিছু লেগে আছে
হাঁটার শব্দ,রোদের ভ্রুকুটি,মাটি তবু কাছে


অনেকে জানে অনেকে নাজেনে বনের মোষ তাড়ায়
তীক্ষ্ণ ডাকে বিচলিত হয়,ছোটে ডাইনে -বাঁয়


আমার অগাধ বিশ্বাস আছে এখনও তোমাদের প্রতি
ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে সহজে টানবেনা যতি


যদিও  হাওয়া দিক পাল্টে ঢোকে গ্রাম ও শহরে
ঝড়ের পরও থামেনা  খেলা করে রাস্তার  ওপরে


তবুও বলি ঝড়ঝাপটা আসে  সাফাইয়ে ঝড়ঝাপটা যায়
সঙ্গে থাকুন   আমরা পৃথিবীর মানচিত্রের ওপর দাঁড়ায়।