লুকিয়ে যাবার সময় নিজের
ছায়াও  পিছু হারিয়ে যায়
গভীর শব্দের সঙ্গে অন্যখানে
এলোমেলো নির্জনতা ছড়ায়


ব্যথা-বেদনার ভীতর মিলেমিশে
অনাত্মীয় নুড়ি-পাথরও থামে
চোখের আড়ালে রাস্তা চিরে
বিকিয়ে দেয় না জলের দামে


সংক্ষিপ্ত শহরে দীর্ঘকাল
বোবা-কানা মুক্তি খোঁজে
তরল  জ্ঞানভার  কড়া  রোদে
একপায়ে দাঁড়ায়  মারাত্মক কাজে


অতিব্যক্তিগত কিছু মুহূর্তের স্মৃতি
পিছনে ফেলে আলুথালু হয়ে
পথিকশূন্য পথে ছোটে
দেখেও দেখেনা সংকটবার্তার ভয়ে


ছলোছলো চোখে ঘুমিয়ে পড়ে
সাপ লুডো খেলার উল্লাস
ওকে জাগাতে চেষ্টা করে না
নিজেরই জাগরণে বলে:  বানাশ্...


পাখি জাগার আগে  প্রতিধ্বনি
সক্কলকে জাগিয়ে নিজের সাথে
হাঁটতে হাঁটতে  আওয়াজ  তোলে
সংস্রবে এসো  তাপিত পথে।