মেঠো আলপথে গড়ানো বেলা /সম্মুখে সাঁওতাল মেয়ে /বেণী দুলিয়ে দুলকি চালে ফেরে /দেহে কর্ম যজ্ঞের জিয়ন কাঠি /বর্তুল পৃথিবীর রসদ জোগান দেয় /দুর্বহ ভার কাঁধে নিয়ে। সে জানে। সমাজের চোখে জাত তার খাটো। সাঁওতাল মেয়ে বলে :জাত ধরম মোরা কিছু মানিনা /মোরা আলাদা /আমরা খাটিয়ের জাত /গতর দিয়ে আগলে রাখি তোদের/তবু - - নিজেদের জোটে নাকো ভাত।