সূর্য তারার রঙিন চোখ
চাঁদের মুখে  বায়না নানা
মেঘ আকাশের জীবন সাথী
সে সব হদিস মাটির  জানা

গাছের পাতায় উষ্ণ শ্বাস
কাঁচ বরফে জলের ঘর
পশু পক্ষী বিশ্ব জনের
মানুষ ভাবে আপন পর

অন্ধকার জানে নিজের ভুল
পথিক তবু রাস্তা হারায়
ছায়া শুধু পিছু পিছু
জীবন-মরণ সঙ্গে যায়

ঝড় পাল্টে ফেলে গতিপথ
পথ হারায় পাখিরা বাসার
মহাকাশ চিরকাল শূন্যতা আঁকড়ে
ভবিষ্যৎ গড়ে তোলে আশার

সবার  অদেখা ধৈর্যের সীমানা
চির অমিল কাজ ও  কথার
সান্ত্বনা জীবনের বড় উপহার
উপলব্ধি বলে বার বার

চেনা-অচেনায় নিকট ও দূর
মেঘেরই মত আকাশে ভাসে
সন্ধ্যায় জলে ডোবা সূর্য
না ভিজে উঠে আসে  পুবাকাশে।