সামনে শুয়ে আছে সিঁথি  সরু  একটা পথ
পা  ফেলে যায় সহস্র যাত্রী
কেউই  জানেনা এগিয়েছে  কতটা
অনড়  পথ  একাকী---


রাতের অন্ধকারও সামনে থমকে যায়  মাঝে মাঝে
যেন একান্ত পথিক
কালো  ফিতের মতন নিজের চেহারা তার
বেশ ধারালো চোখ   ভীষণ সংসারী
সব তুচ্ছতাকে  ক্ষুদ্র করে দেয়
পৃথিবীর মতন সহস্র ক্ষমা দিয়ে শিকড়ের আড়ালে
ছুঁয়ে  থাকে মাটি
এমত অবস্থায় টুকরো টুকরো অলৌকিক রাস্তা
ফকিরের বেশ ধরে হেঁটে যায়
কথার ভিতর কথাও অন্ধকারে হাসে  আপন পোশাকে উন্মোচিত হয় বাঁচার  মিথ‍্যে গলি


নিদারুণ দুঃসময়কে আঁকড়ে চুপিসারে
শহর গ্রাম গ্রামান্তর পেরিয়ে
যায় চির নিরুদ্দেশে---