কাক পুষেছে নিশি কান্ত
শুনবে  বুলি কাগের মুখে
শেষের দিনে নিজের জীবন
রাখতে চায় মহা সুখে


নানা মুখে নানা কথা
শুনে শুনে জীবন জ্বালা
আর চায় না শেষ বয়সে
করতে জীবন  ঝালা-পালা


শেষ সাথী কাক  হয়েছে
নিশি  তাতে বেজায় খুশি
কাগের সঙ্গে সময় কাটায়
অষ্ট প্রহর হাসি খুশি


যেই দেখেছে কাগের দল  
খাঁচায় আটকে  ওদের একজনা
শয়ে শয়ে ছুটে এল
হলো শেষে নিশি কানা


রকম দেখে নিশি ভাবে
মানুষ কেন এমন নয়!
ওদের দেখে শিক্ষা নিলে
হয়না এত জীবন ক্ষয়।