আজ আবার জন্ম হ'ল নরম মাটি খুঁড়ে /তিন দিন হলো যে মারা গ্যাছে নখের আঁচড়ে /জানো তো নদী থেমে গেলে ঘুমোবে আকাশ /রং বদলানো সূর্যের সাথে হলুদ পাতার দ্বন্দ্ব জমা হবে একরাশ /তুমি একছুটে ফেরো মানুষের পোশাকে /শিশুরা নামের বানান শিখুক  আঁকড়ে ধরে মাকে /ইস্কুল খোলা থাক রবিঠাকুরের অন্তরে /জীবন থেকে হারানো মন ফিরে আসুক ঘরে।