অন্ধকার আছে আলোও আছে
মানুষের  সঙ্গে  দীর্ঘদিন সম্পর্ক
এখন আর নেই

মানুষ  বড়ো একা একা

অবিশ্বাস দাপিয়ে বেড়াচ্ছে

মানুষের ভুল
নিজের  ভিতর কাঁদে

নিজেকে না জানিয়ে মানুষ  অপরাধী

মৃত‍্যুর পরও বাঁচে বহুদিন

এ মূর্খ  জ্ঞানভার
জীবন পাহাড় ---