নতুন ধানের গন্ধ নিয়ে
আসে নবান্ন শীতের উৎসব
ঠান্ডার চাদর গায়ে দিয়ে
'রূপসী বাংলা'র খুশির পরব।


উঠোনে ধান শালিক,রাতে
শাদা পেঁচা বসে গাছে
আছে গোলা ভরা ধান
আর খেজুরের রস গাছে।


শ্যামল হলুদ রং ছড়িয়ে
দিক থেকে দিগন্তে  ভাসে
শীতেমোড়া পৌষ মাস
বার বার ফিরে আসে।


বঙ্গ শীতের অন্য রূপ
পিঠে পুলি চড়ুই ভাতি
শীতের ছুটির পোশাক গায়ে
আমরা সেই আনন্দে মাতি।


কড়া মিঠে রোদ ভালো
মানুষ,পশু,পাখিও জানে
শীতের দিনে স্বর্গ নামে
বাংলার ঘরে নিকানো উঠোনে।