রক্ত রঙের গোধূলি জমাট অন্ধকা
ঈশান মেঘে বিদ্যুৎ চমকাই বারে বারে
তবুও জলে নৌকা ভাসায় জেলে
ডিঙিয়ে নদী সমুদ্র গভীরে চলে
জীবনে লক্ষ্য তার একটাই                                                                 মীন শিকার করা চাই - ই  চাই
বনলতায় জীবনানন্দ হাজার বছর হাঁটা
জয় গোস্বামী বলেন, 'শতবর্ষ এগিয়ে আসে,
শতবর্ষ যায়'                                                                                                           মন রেখে বিবেকানন্দে বাণী ভুলে যাই
'হে ভারত ভুলিয়ো না  নীচ জাতি অজ্ঞ  মুচি
মেথর তোমার রক্ত তোমার ভাই'
ভাঙা সাঁকো মজা নদী বিষবৃক্ষের
অন্ত হীন নৈরাজ্যে একতাই বল
বসে আছি একসাথে তবু একা একা
প্রত্যেক ভুল সিদ্ধান্তে কেন্দ্র বিন্দু ফাঁকা
ভাঙতে নীরব অদৃশ্য হাত, সোজা হও,
দাঁড়াও                                                                                                                    ভারতের গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ে,
নীরবে ভয়শূন্য হও।