তোমার মুখের ওপর একটা অপূর্ব সাবলীলতা আছে। /হয়তো তুমি জানো না।/ তবুও আছে - /তুমি দ্যাখো পাহাড় উচ্চতার অহংকারে আকাশ ছোঁয়ার স্পর্ধা দেখায়। /এবং তখনই নদী অরণ্য হেসে ওঠে খিল খিল করে। /আকাশ বোকা মানুষের মতো চুপ থেকে /কখন বিদ্যুৎ - এর সংসারে/ জ্বলে ওঠে রাত দুপুরে।