খাঁচার টিয়া বললো হেঁকে
বনের স্বাধীন টিয়ে টাকে
আমার দেহ ভালো আছে
আমি  ভীষণ  দুর্বিপাকে


বাসায় আমার ছেলেমেয়ে
আছে আমার পথ চেয়ে
আমি গেলে খেতে পাবে
ওরা বাঁচবে কী উপায়ে


আমার দুঃখ বোঝে শুধু
মিষ্টি ছোট্ট সোনামণি
সুযোগ পেলে খুলতে চায়
এই খাঁচার ছিটকিনি


একটু দূরে আছে বসে
লোভী  নধর মেনি হূলো
বাঁচতে গেলে ওদের চোখেও
দিতে হবে সত্যি ধুলো


তুমি একটু বলোনা ভাই
বাইরে যাবার কী উপায়
কোন বুদ্ধি বলে আমি
ছেলে মেয়েদের বাঁচায়


কাছে এসে খুকি বলে
কোরো নাকো এতো ভয়
আমি তোমার বন্ধু যেনো
তোমার হারে আমার পরাজয়


বনের পাখি শুনে কথা
হয়ে আনন্দে আট খানা
খুশির উড়ান উড়িয়ে দিয়ে
মেলে তার ইচ্ছে ডানা


সূর্য ওঠার আগেই খুকি
খোলে খাঁচার ছিটকিনি
মুক্ত টিয়া যাবার সময়
করে খুকির জয়ধ্বনি।