নীরবে বসে আছি আছি খুব কাছাকাছি /নক্ষত্র আর আকাশের মতন /এক মাদুরে মাটি ছুঁয়ে /তবুও - - দুজনের দুরত্ব এক সমুদ্র। ভাসছে জলে বরফ /চলছে ঠান্ডা লড়াই /কেন্দ্র বিন্দু আমি নারী /আমার বাঁধ ভাঙতে চাই /তোমার নিশ্চিত ঘুমে দ্যাখা যায় ফাটল /আমি নিশ্চিত /মেঘ সরে গেলে আমি জেগে উঠবো ই /তারপর - - ভাঙা বুকে আকাশ ঢেলে তোমার গায়ে সর্পিল দাঁত বসিয়ে দেখবো /দুজনে কতটা ফারাক।