সবুজ মাটি ঘেঁটেছে যে সাতপুরুষ
সন্তান সন্ততি তার ভিন দেশি   উদ্বাস্তু
পথের ধুলোর  'পরে দাঁড়িয়ে আমি
হীম রক্তের কাপুরুষ


উলঙ্গ পাদুটো ভিটে ছাড়া পথে হারানো
ঠিকানা
নগ্নতার নাভি মুখে বিধি বসা ক্ষমতার হাঁটুর নিচে
তালবনীর সিঁথি সরু আসা যাওয়া পথে
চেনা মুখ লাগে অচেনা


আকাশ ডুব দেয় অন্ধকারে ভাসে কালো মেঘ
দিন মেশে রাতে এসে     সূর্য হয় নিরুদ্দেশ
তবু ভাঙা মনে উঁকি মারে বিদ্যুৎ-এর বেগ


গোটা দেশ মুখোশে    ঝুলছে বিজ্ঞাপনে ঢাকা মুখ
আমরা আপাতত এ কথাই জানতে চায়
আমাদের রাস্তায় রেখে ওদের এতো কিসের সুখ---