আমাকে কি দেবে একটি নির্জন রাত
তারার আলোয় আলোকিত সম্মুখ
যখন নিভে যাবে এই শহরের সব ক’টি সোডিয়াম বাতি
নিয়ন আলোয় সাজবে না কোন কৃত্রিম লেবাস
যখন ভরপুর সুগন্ধ ছড়াবে নিঃসঙ্গ বৃক্ষরাজি।


একটি মুক্ত ফুটপাত পাবো আমি অনেকদিন পর
পূর্ণাঙ্গ কোলাহলে সাজাবো এই নির্জনতার আসর
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নয় পাবো ঠিকানা অসীম,
এই রূপালি আলো- মায়াবি জোছনা
আমাকে কি দেবে একটি নির্জন রাত
যখন তোমার মৌন সংস্রবে পাই কষ্টের প্রসব বেদনা
যখন স্বপ্নেরা হয় আকাশের কক্ষচ্যূত তারা।


যদি দাও একটি রাত স্বপ্নে বিভোর
কথা দিলাম ভরিয়ে দেবো অসংখ্য উপমায়
সাজিয়ে দেবো এই প্রহর ভালবাসার নাগর-দোলায়।
শুধু একটি রাত চাই আমি ভীষণ নির্জন
যখন দু’জনে বসবো মুখোমুখি কিছুক্ষণ ॥