আমি কবিতা লিখতে চাইনি
কিন্তু যখন রাজ্যের চিন্তা ভাব্না ভির করে আসে,
মনের ভিতর ঘনিভুত ব্যথারা বাস্পিভুত হতে চায়
সব পাখি ঘরে ফেরে সন্ধ্যা নামে প্রায়-
সত্যি বলছি কবিতা না লিখে পারিনি।


আমি বেকার হতে চাই নি
কিন্তু যখন মাসের পর মাস অপেক্ষা করেও
ফলাফল ঘোশিত হয় না
বা দেখি পিছনের লোক সামনে যাচ্ছে,
লাইন ভাংছে, দিন হচ্ছে রাত,
আমি বেকার না হয়ে পারিনি।


আমি বিদ্রোহি হতে চাইনি,
কিন্তু যখন প্রতিশ্রুতি বাস্তবে পরিহাস হয়ে দারায়
কাল টাকা পাকেটে ওরা হাসিমুখে চলে যায়
চাসিরা গায়ে আগুন দেয় আর
প্রতি ত্রিশ মিনিটে ধর্ষিতা হয় এক নারি
শপথ বলছি 'বিদ্রোহি' না হয়ে পারিনি।


আমি ত' ভালবাসতে চাই নি
কিন্তু যখন প্রভাত পাখির কলরবে ঘুম ভাঙ্গে,
আকাশের রং বেগুনি থেকে রক্তিম হয়ে উঠে
আর তার কাল চুল হয়ে উঠে সোনালি,
সত্যি বলছি -প্রেমিক না হয়ে পারিনি।