কলকল ছল ছল করে বয়ে চলে ঝর্ণা।
স্বর্গের পারিজাতের গন্ধ মেখে,
হিমালয়ের নানা ওষধি ধুয়ে নিয়ে
নেমে আসে এই ধরাধামে।


ওরা এই জল কে ব্যবহার করে নানাভাবে,
কেউ কাপড় কাচে, কেউ স্নান করে,
আবার কেউবা ভাড়ে করে নিয়ে যায়
পূজা বা রান্না করবে বলে।
সবার ই তৃষ্ণা মেটায় এই ঝর্ণা।


পাথরের গায়ে লেগে চুর্ণ বিচুর্ণ হয় ঝর্ণা
কিন্তু এই জলবিন্দুই সৃস্টি করে রামধনু।
সেই রামধনুর রং গায়ে মেখে
ফুলেদের হাসতে শেখায় রঙ্গিন প্রজাপতি।


মানুষের জীবনও একটি ঝর্ণার মত
যা নদী হয়ে সাগরে মেশে।