এতদিন ভাবতেম রক্ত, ঘাম আর চোখের জল ছারা
কিছুই দেওয়ার নেই আমার।
একবিংশ শতিকায় এর দাম নেহাৎ তুচ্ছ।
এসব দিয়ে তোমাদের সময় নষ্ট করাটা অন্যায়।


তোমাদের জন্য তুলে রেখেছি অনেক অনেক দামী
আমার ঘৃণা।


সরস্বতী পুজোয় পছন্দ আর
ভালেন্টাইনে একটা গোলাপের বদলে বেচলে ভালবাসা।
সেই ছেলেটা ফেলল চোখের জল।


আর কতবার বোঝাব যে এসবের দাম নেই এ বাজারে।
আমার কথা শোন
প্রকাশ-দার দোকানে যাও,
একটা ভদকা অর্ডার দাও,
সঙ্গে চিকেন ললিপপ।
কি বল্লে...মদ খাও না?
শোন ছোকরা মদ সিগারেট না খেয়ে ভাল ছেলে হওয়া যায়
ভালবাসা পাওয়া যায় না।


আজ বলেই দেখ তোমার ভালবাসার কথা।
জানি 'না' করবে শা...লা।
মদ খাও, আর খাও
মাথা ভ' ভ' করছে?
বমি করো।
যা ইচ্ছে তাই বল
কারণ বহিঃপ্রকাশের জন্য অত্যন্ত জরুরী
কারণসুধা।


অনেক লিখেছি প্রেমের কবিতা
এবার বাদ।
সময় এসেছে বহিঃপ্রকাশের।