অস্পষ্ট হচ্ছে পৃথিবী-অনুভূত স্বপ্নে মরীচিকা পরে পরে,
দুষ্প্রাপ্য ক্ষুধাবোধ জেগে আবার ডুব দেয় আঁধারের কালো জলে।
স্বার্থের অপমৃত্যুতে জীবন হয়েছে আজ অসমভুজের মত,
চন্দ্রাভুক অমাবস্যার সুচনা তাই এই অসময়ের অনুপ্রান্তে।
সঞ্চারিত হয় স্মৃতির উঠোন জুড়ে ব্যথিত বেদনার ঘোলা জল,
কিছু শুকনো স্মৃতির পাতা ভিজে যায় সে জলে, আমি ছুঁয়ে দেখি।
নিষ্কলঙ্ক বহুরূপতা আজ আবিষ্কার করি কলঙ্কের এক রুপে,
দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঘৃণা করি তবু ভেতরে ভালোবাসা পুঞ্জিভূত।
ক্ষণে ক্ষণে ত্যাজ্য করেছি নিজেই নিজের মনকে অসংখ্যবার,
তবুও এই মুক্ত কারাগারে বন্দী রয়ে গেছি নিজেরই অজান্তে।