এখনো যখন জিজ্ঞেস কর,কেমন অাছি
ভাল না থাকলেও বলি এইতো অাছি বেশ ভাল
কেন?বলি জান,তোমার যদি কষ্ট হয় শুনে
অামার জীবন টা অাজো অগোছালো
তোমার জন্য নিজেকে ভাল রাখতে হয়
কখনো মিথ্যে বলে ভাল থাকতে হয়
এখনো যায়নি গো পুরুনো অভ্যাস অামার
মিথ্যে বলে হাঁসানো তোমায়
তুমি ও সেই একি অাছ
অাজো পারনি বুঝতে অামায়।


বিদায়ের পুর্ব রাতে হাজার ব্যাথার শব্দে
সুখে থেক গল্পটা লিখতে বসেছি
ঠিক তখনি জানতে চেয়েছ কেমন অাছি
গল্প লেখার খাতা টা দিয়ে চোখের জল মুছে
হেঁসেই বলে ছিলাম ভাল অাছি
বসে বসে তোমার কথাই ভাবছি
তুমি ও বলেছিলে ভাল থেক
ভাল থাকার জন্যে কাউকে ভাল রেখ
পাগলী টা হয়তো সেদিন বুজেছিল অামায়
ভীষন কেঁদে ছিল যাবার বেলায়
অাসলে অামি ও বুজিনি তাকে তার মত করে
অাজ বুজেছি সেও বুজেছে
যখন গিয়েছি দু-জন,দুজন কে ছেড়ে।


কষ্ট,শুন্যতা,একাকীত্ব,নীরবতা
বিষাদে বিষাদে হৃদয় গিয়েছে ছেয়ে
রাত পোহালেই তুমি হয়ে যাবে পড়
অাসবে না ডাকলে অার দু- হাত বাড়িয়ে
এই কথা ভেবে সেই কত কান্না
দো-চোখের জলে বয়ে গেছে বন্ন্যা
অশান্ত মন শান্ত হয় না
সে যে কি ব্যাঁথা,ভাঙ্গা মনে সয়না
সেদিন বুজেছি হারিয়ে তাকে,জীবনের মানে কি
জানি না কিভাবে বাচব যতদিন,
                          বাচার বাকী?